আমাদের কথা

মুক্ত শিক্ষা পাঠশালাতে আপনাদের শিক্ষার্থী / শিক্ষক সকলকে স্বাগত জানাই | বর্তমানে মুক্ত শিক্ষা বা correspondence education হল প্রতিটি শিক্ষার্থীদের কাছে শিক্ষা অর্জনের এক জনপ্রিয় মাধ্যম | এতে বহুল শিক্ষার্থী লাভবান হয়ে থাকেন | কিন্তু এই Correspondence education এ আগ্রহী প্রার্থীদের মুখে প্রায়শই একটি কথা শোনা যায় যে, তারা সঠিক বিষয়ে সঠিক পাঠ পাচ্ছেন না, উপযুক্ত শিক্ষকের অভাব দূরবর্তী প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের মুখে একটি কথা হামেশাই শোনা যায় যে, তারা কি পরবে, কতটা পড়বে, অ্যাসাইনমেন্টের উত্তর কোথায় পাবে, পরীক্ষার বিগত সালের প্রশ্নের সমাধান কি ভাবে পাবে ইত্যাদি ইত্যাদি | এই সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে মুক্ত শিক্ষার ভর্তি হওয়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের এই ক্ষুদ্রতম প্রয়াস "মুক্তশিক্ষা পাঠশালা" |

মুক্তশিক্ষা পাঠশালার মূল উদ্দেশ্য হল সমাজের পিছিয়ে পড়া গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা এবং সঠিক গাইডেন্স দ্বারা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে সহযোগিতা করা | বর্তমানে ব্যাস্ততম সমাজ জীবনে সমস্ত ছাত্রছাত্রীদের মুক্তশিক্ষায় শিক্ষিত করে জীবনের মূল্যবোধ ও আত্মসচেতনতাবোধ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য | এছাড়াও বহু বয়স্ক/বয়স্কা পুরুষ ও মহিলা যারা সময়ের অভাবে ও অর্থের অভাবে নিজেদের পড়াশোনা অর্ধসমাপ্ত করে মাঝপথে ছেড়ে দিয়েছেন | ওনাদের কেউ শিক্ষিত করে তোলা | এছাড়াও বর্তমানে আধুনিক শিক্ষার সাথে সাথে কর্মোপযোগী শিক্ষায় শিক্ষিত না হতে পারলে একজন মানুষের শিক্ষা অর্ধেক বা অসম্পূর্ন হয়ে যাবে | সেই দিক ভেবে আমরা যুগোপযোগী বিভিন্ন দক্ষতা ও উন্নয়ন (Skill Development Course) করিয়ে থাকি | যেমন কম্পিউটার, ভোকেশনাল, প্যরামেডিকেল কোর্স | যাতে একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সাথে ব্যবহারীক শিক্ষা বা যুগোপযোগী প্রথাগত শিক্ষার বাইরে শিক্ষিত হয়ে নিজেকে কর্মোপযোগী করে তুলতে পারেন |